হঠাৎ খবর ছড়ায়, অসুস্থ বাংলাদেশের সঙ্গীতশিল্পী এনজেল নূর। বৃহস্পতিবার বিকেলে তিনি এক গণমাধ্যমকে জানান, চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে।
জানা যায়, ১৬ ফেব্রুয়ারি রাতে তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। এর পর কথা বলতে তার জটিলতা তৈরি হয়। বর্তমানে তার গান ‘'যদি আবার’'-এ ডুবেছে নতুন প্রজন্ম। সম্প্রতি তার গানের প্রশংসা করেছেন ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহও। এরই মধ্যে হঠাৎ নূরের অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন তার অনুরাগীরা।
দিন কয়েক আগেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল নূরের। তবে পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই তার চিকিৎসা শুরু হয়। সংবাদমাধ্যমকে গায়ক নিজেই জানিয়েছেন এ কথা। নূর বলেছেন, “আমি এখন ভালো আছি। সুস্থ হয়ে ওঠছি ক্রমশ। এখন কথা বলতে পারছি। কিছু দিন আগে কথা বলতেও অসুবিধা হচ্ছিল।"
পরিবারের থেকে দূরে থাকেন গায়ক। তাই মধ্যরাতে অসুস্থতার খবর পেয়ে তারাও ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানান নূর নিজেই। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে এখনও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে। মুখের বেশ কিছু অংশ এখনও পক্ষাঘাতগ্রস্ত হয়ে রয়েছে। নূর বলেছেন, “ব্যক্তিগত কিছু বিষয়ে দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলাম। এই কারণেই স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।”