Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

কত টাকা পারিশ্রমিক নিয়ে ভারতীয় সিনেমায় রেকর্ড গড়লেন কিয়ারা

পারিশ্রমিকে এর পরের অবস্থানে রয়েছেন দীপিকা পাডুকোন

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম

কন্নড় সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘‘টক্সিক’’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে সকল মহলে। এই সিনেমাতে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। জানা গেছে, কিয়ারা এই সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন। শুধু তাই নয়, কিয়ারা এখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন।

পিঙ্কভিলার প্রতিবেদনের অনুযায়ী, কিয়ারা আদভানি এই সিনেমার জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন। উল্লেখ্য, কিয়ারা আদভানির পারিশ্রমিক তার সাম্প্রতিক ছবিগুলির সাফল্য এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তার উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে।

সবার ওপরে কে?

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা এএএমবি-২৯-এর জন্য প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে ৩৫ কোটি রুপি দেওয়া হচ্ছে। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ‘‘কল্কি ২৮৯৮ এডি’’ ছবির জন্য ২৩ কোটি রুপি নিয়েছেন। বোঝাই যাচ্ছে, হলিউড নায়িকা প্রিয়াঙ্কা অনেকটাই এগিয়ে আছেন সবার থেকে। যদিও খুব একটা পিছিয়ে নেই কিয়ারাও।

যশের ‘‘টক্সিক’’ কবে আসবে?

‘‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’’ নামের এই সিনেমাটি কন্নড় এবং ইংরেজি উভয় ভাষাতেই তৈরি হচ্ছে। সিনেমাতে কিয়ারা এবং যশ ছাড়াও ড্যারেল ডি’ সিলভা এবং অক্ষয় ওবেরয়ও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। প্রথমে সিনেমাটি এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x