Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

যে কারণে অভিনয় ছাড়ছেন বর্ষা

স্বামী অনন্ত জলিলের প্রযোজিত সিনেমা ছাড়া অন্য কারও সিনেমায় অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করে নতুন কোনো সিনেমা করবেন না তিনি।

বৃহস্পতিবার (২০ মার্চ) স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা।

তিনি বলেন, “হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না।”

কেন কাজ করবেন না, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “আমি খুবই বাস্তববাদী। এর ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয়, নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, তত দিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তা–ই।”

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন, “আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত সিনেমা ছাড়া অন্য কারও সিনেমায় অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে।

এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিল বলেন, “এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তা–ও সে এ কথা বলছে।”

প্রসঙ্গত, ২০১০ সালে “খোঁজ: দ্য সার্চ” সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এ তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামের দুই ছেলেসন্তান রয়েছে।

   

About

Popular Links

x