সিনেমার টিজারটি মুক্তি পেল সবেমাত্র। আর এরই মাঝে নেটিজেনদের সমালোচনার শিকার ভাইজান। ‘‘দেখেছিস, হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোম্যান্স করছে!”- ঠিক এমনই কথা শুনতে হচ্ছে তাকে। সম্প্রতি “সিকান্দার” সিনেমার টিজার মুক্তি পেয়েছে। এই সিনেমায় ২৮ বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছর বয়সী সালমান। আর সিনেমার ট্রেলার মুক্তির দিন এমন সমালোচনার জবাব দিলেন সালমান খান। ভাইজানের সঙ্গে এ দিন ছিলেন ছবির নায়িকা রাশমিকা মান্দানা, সত্যরাজ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, কাজল আগরওয়াল প্রমুখ। সবার সামনে সালমান দিয়েই দিলেন তার জবাব। সালমান বলেন, ‘‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই?” খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
অভিনেতা এ দিন শুরু থেকেই মেজাজে ছিলেন। প্রেক্ষাগৃহে ছেলের সিনেমার ট্রেলার দেখতে এসেছিলেন চিত্রনাট্যকার বাবা সেলিম খান। সারাক্ষণ বাবাকে আগলাতে দেখা যায় সালমানকে। রাশমিকাকেও সমানে আগলেছেন তার ৩১ বছরের বড় নায়ক। মঞ্চে হাত ধরে তাকে সামনে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। কখনও রাশমিকার প্রিয় ভঙ্গি নকল করে অনুরাগীদের মন জয় করেছেন। পর্দায় তাদের জুটি নিয়ে যতই কাটাছেঁড়া হোক, বাস্তবে তাদের কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো- এ কথা জানাতেও ভোলেননি।
সালমানের দাবি, “আগামীতে রাশমিকা বিয়ে করবেন। তার সন্তান হবে। তার পরও আমরা জুটি বেঁধে কাজ করব।” বলেই নায়িকাকে জিজ্ঞেস করেন, “কী তাই তো?” সঙ্গে সঙ্গে বড় করে মাথা নাড়িয়ে সম্মতি দেন রাশমিকা।
এ দিন পাপারাজ্জিদেরও উদ্দেশ্যে করে সালমান বলেন, “মাঝেমাঝে নানা কারণে হয়তো কয়েক রাত ঘুম হল না। সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা হাত ধুয়ে পিছনে পড়ে যান। নানাভাবে কৌতূহল প্রকাশ করেন। তাদের বোঝাতে হয়, ‘সালমানের সবকিছু এখনও ফুরিয়ে যায়নি!”
অ্যাকশন-প্যাকড এই সিনেমাতে দেখানো হয়েছে মুম্বাইয়ের একটি অপরাধী চক্রকে ধ্বংসের গল্প। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।