Saturday, July 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

শাকিব খানের ‘তাণ্ডব’ পাইরেসির অভিযোগে তিনজন গ্রেপ্তার

সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল কপিরাইট আইনে থানায় মামলা করেন

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম

শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘‘তাণ্ডব” সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহে রয়েছে। দেশের শতাধিক প্রেক্ষাগৃহেও সিনেমাটি এখনও চলছে। দর্শক চাহিদার কারণে সিনেপ্লেক্সগুলো অন্য সিনেমার তুলনায় তাণ্ডবের প্রদর্শনী বাড়িয়ে রেখেছেন। এরই মধ্যে ছড়িয়ে পড়ে সিনেমাটি পাইরেসির খবর। সিনেমাটির এইচডি কপি ছড়িয়ে পড়েছে ইউটিউবসহ বিভিন্ন শেয়ারিং প্লাটফর্মে।

এ ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে থানায় মামলা করেন সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল। কপিরাইট আইনে দায়ের হওয়া সেই মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করে।

বুধবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সংবাদমাধ্যম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক তিনজন হলেন- নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংয়ের সাদি সাদ ও সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে জানা যায়, পাইরেসির সঙ্গে জড়িত টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে একে একে বাকি দুজনকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, টিপু সুলতান সিনেমাটির পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা দায়ের করেন। যেখানে টিপু সুলতানকে ১ নম্বর আসামি করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, টিপু পাইরেসির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ঢাকায় পাঠানো হবে এবং বনানী থানা তার বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেবে।

প্রথম আলোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাদি সাদকে ময়মনসিংহ ও সাজেদুল ইসলামকে সাভার থেকে আটক করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, আটক ৩ জনের সঙ্গে কোনো না কোনো প্রেক্ষাগৃহের নিশ্চিত যোগসাজশ রয়েছে। কীভাবে পাইরেসি হয়েছে, সেটাই এখন বের করছে পুলিশ।

   

About

Popular Links

x