Sunday, July 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা লিখলেন অমিতাভ বচ্চন

সিনেমাটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম

মুক্তির অপেক্ষায় রয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা ‘‘ডিয়ার মা’’। এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। আগামী ১৮ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিকে ঘিরে আরও বেশি আলোচনার অন্যতম কারণ অমিতাভ বচ্চন ট্রেলারটি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে থেকে শেয়ার করেছেন।

শুক্রবার (৪ জুলাই) সকালে ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘‘টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।’’ অমিতাভের এই শেয়ারের মন্তব্যের ঘরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।

এই প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে জয়া আহসান সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “‘আমি মাত্রই দেখলাম, ঢাকায় ফিরছি আর সেই মুহূর্তে এটা দেখলাম। সুন্দর একটা সংবাদ দিয়ে শুক্রবারের দিনটা শুরু হলো। এখন সিনেমার দায়িত্ব আরও বেড়ে গেল। তিনি (অমিতাভ বচ্চন) যখন এটি শেয়ার করেছেন, সত্যিই এটা বিশাল পাওয়া।’’

৩ মিনিট ৩০ সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন। সিনেমাটির ট্যাগলাইন হলো ‘‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?” সিনেমাটির ট্রেলারের শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে, মা সেটা দেখছেন। ছবিতে একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েন দেখানো হবে।

স্ক্রীনশট

   

About

Popular Links

x