Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

যে লক্ষণগুলো দেখে বুঝবেন সঙ্গী আপনার সঙ্গে প্রতারণা করছে

যদি একবার বিশ্বাস ভেঙে যায়, সেই সম্পর্ক আর আগের মতো সুন্দর থাকে না

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

সম্পর্কের মূলভিত্তিই হলো বিশ্বাস। যদি একবার বিশ্বাস ভেঙে যায়, সেই সম্পর্ক আর আগের মতো সুন্দর থাকে না। আর এই বিশ্বাস একদিনে তৈরি হয় না। অন্যদিকে, একদিনে মানুষও চেনা যায় না। কেউ কেউ বছরের পর বছর একসঙ্গে থাকার পরও সঙ্গীকে বুঝতে পারেন না।

তাই চলুন জেনে নেওয়া যাক সঙ্গী আপনা সঙ্গে প্রতারণা করছে কি না বুঝবেন যেভাবে।

আচরণে পরিবর্তন

আগে যে মানুষটা ঘন ঘন আপনার খোঁজ নিত, আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতো, সে হঠাৎ বদলে গেল। আপনি ফোন করলে বিরক্ত বোধ করে, আপনার কথার ঠিকমতো উত্তর দেয় না, ছোট ছোট বিষয়ে ঝগড়া-ঝামেলা শুরু করে দেয়- এই ধরনের আচরণগত পরিবর্তন দেখলে, বুঝবেন কোথাও গণ্ডগোল আছে। 

ফোন লুকিয়ে রাখা

সঙ্গী আপনাকে ঠকাচ্ছেন কি না, তা বলে সঙ্গীর ফোনই। আপনি যদি সঙ্গীর ফোন ঘাঁটেন, তাহলে সঙ্গী রেগে যাচ্ছেন কি না, খেয়াল রাখুন। তার চেয়েও বড় বিষয়, আপনার থেকে সঙ্গী তার ফোন লুকিয়ে রাখছেন কি না, খেয়াল রাখুন। ফোনে যদি কোনো রহস্য লুকিয়ে না থাকে, তাহলে তিনি আপনার থেকে মোবাইল ফোন সরিয়ে রাখবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখা

আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু তথ্য দিতে পারে। সঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের ওপর নজর রাখুন। সঙ্গী কার সঙ্গে কী কথা বলছেন, কী ধরনের কথা বলছেন দেখুন। এতেও জানতে পারবেন সঙ্গী আপনার বিশ্বাস ভাঙছেন কি না।

প্রতিদিন জীবনে পরিবর্তন

আগে সঙ্গী দিনের শেষভাগটা আপনার সঙ্গেই কাটাতেন। কিন্তু এখন তার ভীষণ কাজের চাপ। আপনাকে ফোন করার সময়টুকু নেই। কিংবা আগে দিনটা কেমন কাটল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাকে বলতেন। কিন্তু এখন সম্পূর্ণরূপে এড়িয়ে যায়। এই এড়িয়ে যাওয়া দেখলেই বুঝতে পারবেন সঙ্গী প্রতারণা করছে কি না।

   

About

Popular Links

x