Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা, তিউনিশিয়ায় বাংলাদেশিসহ ৩৭২ জন আটক

ঢেউয়ের মধ্যে নৌকাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৬:৩৬ পিএম

উত্তাল সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশিসহ ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তিউনিশিয়া কোস্টগার্ড।

সোমবার (২৪ এপ্রিল) রাজধানী তিউনিশ থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফ্রিকান নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ছোট নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের দিকে যাচ্ছিল। খবর পেয়ে স্পিডবোটের সাহায্যে ছোট নৌকা থেকে তাদের যাত্রা আটকে দেয় কোস্টগার্ড। ঢেউয়ের মধ্যে নৌকাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা।

উদ্ধারকৃতদের অনেকেই বাংলাদেশ ও সিরিয়া থেকে এসেছেন, তবে বেশিরভাগই পশ্চিম আফ্রিকার অভিবাসী বলে জানিয়েছে কোস্টগার্ড। তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। 

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন প্রতি রাতে সাগর শান্ত থাকছে কিছুটা। এই সুযোগে ছোট নৌকায় এই পথে ইউরোপে প্রবেশের বিপজ্জনক চেষ্টা চালানা হচ্ছে। উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজে করে উপকূলে আনা হয়েছে।

কোস্টগার্ড জানায়, ২০২৩ সালের প্রথম ছয় মাসে অবৈধভাবে ইউরোপের যাওয়ার সময় ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

About

Popular Links