আফগানিস্তানের কাবুলে নারীদের এক বিক্ষোভে গুলি ছুড়েছে তালেবান। নারীরা বিক্ষোভ সমাবেশ করলে শনিবার (১৩ আগস্ট) তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে তালেবান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৩ আগস্ট) কাবুলে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রায় ৪০ জন নারী ‘‘রুটি, কাজ ও স্বাধীনতা’’ স্লোগানে কাবুলের শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে মিছিল করছিল। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ করতে তালেবান যোদ্ধারা গুলি ছোড়ে।
এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে তালেবান যোদ্ধারা তাদের ধাওয়া করে রাইফেলের বাট দিয়ে মারধর করে।
তালেবানের প্রথম বর্ষপূর্তির দিনে বিক্ষোভকারীরা ‘‘১৫ আগস্ট একটি কালো দিন’’ লেখা ব্যানার বহন করছিল।
টানা ২০ বছর পর বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করলে দেশটির নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে।
গত বছর আগস্টের ১৫ তারিখে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। সেপ্টেম্বরের ৬ তারিখ বিজয় ঘোষণা করে তালেবান। তারপর সেপ্টেম্বরের ৭ তারিখ অন্তর্বর্তী সরকার গঠন করে তালেবান, যদিও কোনো দেশ এখন পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি।