Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিটবেল্ট ছাড়া গাড়ি চালিয়ে সমালোচিত, ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চলন্ত গাড়িতে অল্প সময়ের জন্য সিটবেল্ট সরিয়েছিলেন ঋষি সুনাক

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৮:২৫ পিএম

সিটবেল্ট ছাড়া গাড়ি চালানোর কারণে সমালোচনার জেরে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, সুনাক অল্প সময়ের জন্য তার সিটবেল্ট সরিয়েছিলেন।

প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তিনি ভুল করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি গন্তব্যে যান সুনাক।

ওই সময় অল্প সময়ের জন্য চলন্ত গাড়িতে সিটবেল্ট সরিয়েছিলেন তিনি। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য একটি ভিডিও ধারণে তিনি তার সিটবেল্ট সরিয়েছিলেন। আর সেটির কারণেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যে যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে।

সুনাকের মুখপাত্র বলেন, এটা ছিল বিচার বিবেচনার একটা ছোট ত্রুটি। একটা ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তার সিটবেল্ট সরিয়ে ছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

সুনাকের মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত।

   

About

Popular Links

x