Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

তোতার আক্রমণে আহত চিকিৎসক, পালকের কারাদণ্ড

তাইওয়ানের তাইনান শহরে এ ঘটনা ঘটেছে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১২ পিএম

তাইওয়ানে পোষা তোতা পাখির আক্রমণে এক চিকিৎসক আহত হয়েছেন। এ ঘটনায় পাখিটির পালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের তাইনান শহরে দুটি পোষা কুকুর নিয়ে পার্কে জগিং করতে আসেন লিন নামের এক চিকিৎসক। হঠাৎ এক বড় তোতা পাখি উড়ে তার কাঁধে ডানা ঝাপটাতে শুরু করে। তোতার এমন কাণ্ডে চিকিৎসক লিন ভয় পেয়ে দেন দৌঁড়। এতে পিছলে শরীরের কয়েকটি হাড় ভেঙে যায়। কিছুদিন হাসপাতালেও কাটাতে হয়।

এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে ক্ষতিপূরণ আদায়ে তোতার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তাইনান জেলা আদালতকে লিন বলেন, “তিনি এক সপ্তাহ হাসপাতালে কাটান। হাড় ঠিক না হওয়ায় বছরেরও বেশি সময় কাজে যেতে পারেননি। অনেক সময় ও অর্থ ব্যয় হয়েছে। গুরুতরভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।”

চিকিৎসক লিনের আইনজীবী জানান, লি এখন হাটতে পারছেন তবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন তিনি।

উভয়পক্ষের যুক্তি শোনার পর আদালত রায় দিয়েছেন, তোতা পাখির মালিক হুয়াংয়ের অবহেলার কারণে চিকিৎসক লিন আহত হন। তার উচিত ছিল তোতাপাখির খেয়াল রাখা। শাস্তি হিসেবে তাকে দুইমাস কারাগারে কাটাতে হবে। আর ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখের কিছু বেশি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তোতাপাখির মালিক।

   

About

Popular Links

x