গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় দেশটির অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কস্টাস কারামানলিস পদত্যাগ করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পদত্যাগের বিবৃতিতে তিনি বলেন, এত দুঃখজনক কিছু যখন ঘটে, তখন দায়িত্ব পালন করা এবং কিছু ঘটেনি বলে ভান করে থাকা।
কারামানলিস লিখেন, এটিকে বলা হয় রাজনৈতিক দায়িত্বশীলতা। এই কারণে আমি অবকাঠামো ও পরিবহনমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
তিনি লিখেছেন, অন্যায্যভাবে এত মানুষের মৃত্যুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে পদত্যাগ করা দায়িত্ব বলে আমি মনে করছি। গ্রিস রাষ্ট্রের পক্ষ থেকে আমি দায় নিচ্ছি।
তিনি আরও লিখেছেন, আমার অন্তরের গভীর থেকে আমি আমার দুঃখ প্রকাশ করছি ও মৃতদের পরিবারের প্রতি সমর্থন জানাচ্ছি।
মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এতে যাত্রী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে অন্তত ৩৬ জন নিহতের কথা জানা গেছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী।
কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ একটি বগিতে আগুন লাগার পর তাপমাত্রা ১ হাজার ৩০০ সেলসিয়াসে পৌঁছেছিল।