Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে আট শিশুর মৃত্যু, হাসপাতালে ৭৮

  • পূর্ব আফ্রিকার জাঞ্জিবার দ্বীপপুঞ্জে এ ঘটনা ঘটে
  • মৃতরা সবাই সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়েছিলেন
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম

পূর্ব আফ্রিকার জাঞ্জিবার দ্বীপপুঞ্জের পেম্বা দ্বীপে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে আট শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন। স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) এসব মৃত্যুর খবর পাওয়া যায়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

জাঞ্জিবারে সামুদ্রিক কচ্ছপের মাংসকে উপাদেয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। তবে অতিরিক্ত খাওয়ার কারণে এটি থেকে ‘‘চেলোনিটক্সিজম’’ নামে এক ধরনের বিষক্রিয়া তৈরি করে।

মকোয়ানি জেলা মেডিকেল অফিসার ডা. হাজি বাকারি জানান, মৃতদের মধ্যে একজন প্রাপ্ত বয়ষ্ক নারী ছিলেন যিনি এক শিশুর মা। তার মৃত্যু হয়েছে শুক্রবার। তিনি মঙ্গলবার কচ্ছপের মাংস খেয়েছিলেন।

তিনি বলেন, ‘‘ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, মৃতরা সবাই সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়েছিলেন।’’

তানজানিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল জাঞ্জিবার। দ্বীপের মানুষকে সামুদ্রিক কচ্ছপ খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাতে ও ওই এলাকায় এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে সেখানে একটি দুর্যোগ ব্যবস্থাপনা দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

২০২১ সালের নভেম্বরে পেম্বাতে কচ্ছপের মাংস খেয়ে তিন বছর বয়সী শিশুসহ সাতজন মারা গিয়েছিলেন। এছাড়া অসুস্থ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

About

Popular Links