Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে কাজ করবে চার ইউরোপীয় দেশ

ইতোমধ্যে এই চারটি দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করার জন্য সম্মত হয়েছে ইউরোপের চারটি দেশ। দেশ চারটি হলো, স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া।

ইতোমধ্যে এই চারটি দেশে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে বলে শুক্রবার (২২ মার্চ) ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কাউন্সিলের কাউন্সিলের সমাবেশের ফাঁকে শুক্রবার সকালে চার দেশের প্রধানমন্ত্রী এক বৈঠকের মাধ্যমে এ সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছান।

সানচেজ আশা প্রকাশ করে জানান, তার সরকারের মেয়াদকালের মধ্যে এ স্বীকৃতি মিলবে বলে আশা করছেন করছেন তিনি।

বৈঠকের পর আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানায়, “আমরা সম্মত হয়েছি, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তাহলেই কেবল ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে।”

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, গত নভেম্বরে আরব রাষ্ট্রগুলো ও ইউরোপিয়ান ইউনিয়ন স্পেনে বৈঠক করেছিল। সেখানে তারা ফিলিস্তিন–ইসরালয়ের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সম্মত হয়।

প্রসঙ্গত, জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ১৯৮৮ সাল থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

   

About

Popular Links

x