“হেম্প” বা “গাঁজা গাছ” দিয়ে পরিবেশবান্ধব ভবন তৈরি সম্ভব। জার্মানির প্রকৌশলী হেনরিক পাউলি গত কয়েক বছর ধরে ভবন নির্মাণের উপকরণ হিসেবে গাঁজা গাছ ব্যবহার করে আসছেন। ভবিষ্যতে বাসাবাড়ি তৈরিতে এর ব্যবহার বাড়বে বলেও আশা হেনরিকের।
গাঁজা গাছ প্রায় সব জায়গায় জন্মে ও খুব দ্রুত বেড়ে উঠে। এই গাছ অনেক কার্বন ডাই-অক্সাইড শোষণ করে।
পাউলি বলেন, “ভবন নির্মাণের উপকরণ হিসেবে হেম্পক্রিটের সুবিধা হচ্ছে এটি পরিবেশবান্ধব, ইনুসলেশন ভালো হয় এবং একইসঙ্গে এটি ঘর গরম রাখে। আর অগ্নি-নিরাপত্তার কথা ভাবলে এটি একেবারেই দাহ্য নয়। এটি খুব ভালোভাবে স্যাঁতসেঁতে ভাব শোষণ করে এবং আবার ছেড়ে দেয়। অর্থাৎ আর্দ্রতা নিয়ন্ত্রণ করে।”
গাঁজা গাছের এত ভালো গুণ থাকার পরও কেন ভবন নির্মাণে এটি বেশি কাজে লাগানো হচ্ছে না? এর একটি কারণ, প্রচলিত উপকরণের চেয়ে এতে খরচ ১০-২০% বেশি।
অন্য কারণও আছে। জার্মানিতে অনেক মানুষ এখনও হেম্পকে একটি বিষয়ের সঙ্গে মিলিয়ে থাকেন। পাউলি বলেন, “আমাকে এখনও অনেক গতানুগতিক কথা শুনতে হয়। তবে আমি মনে করি না, সব কথাই খারাপ। চিকিৎসার কথা ভাবলে গাঁজার অনেক গুন আছে। হ্যাঁ, অন্য জগতে যেতে চাইলে এটা ব্যবহার করা যেতে পারে। তবে এ থেকে এটাও প্রমাণ হয় যে, গাঁজার গাছ অনেকভাবে কাজে লাগানো যায়। কিছু লোক একে মাদক হিসেবে ব্যবহার করে, আর অনেকে এটি দিয়ে তৈরি ভবনে বাস করেন, যেটা বেশ আরামদায়ক।”
হেনরিকের আশা আরও বেশি মানুষ ভবন তৈরিতে গাঁজার গাছ ব্যবহার করবেন, এবং এভাবে নির্মাণ প্রযুক্তিকে এগিয়ে নেবেন।