Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

দ্রুতই ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাখোঁ

আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

ফরাসি প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে যাওয়ার পর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খুব শিগগির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

বুধবার আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। তবে তিনি নিজের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন।

বার্তা সংস্থা স্কাই নিউজ ও আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট।

ভাষণে তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কারণ তার দেশে রাজনৈতিক অচলাবস্থা চলতে পারে না।

এর আগে মাত্র তিন মাসের মাথায় প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেশের সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এ নিয়ে বেশকিছু দিন ধরে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল।

দেশের পরবর্তী বাজেট পাস করা নিয়ে আরও অচলাবস্থা দেখা দেয়। একপর্যায়ে বিরোধী দলীয় এমপিরা বার্নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে তিনি হেরে যান।

   

About

Popular Links

x