Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্প: মেক্সিকো ও কানাডার পণ্যে শনিবার থেকে ২৫% শুল্ক

চীনা পণ্যেও ১০% করারোপের কথা ভাবছেন বলে জানিয়েছেন ট্রাম্প

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ এএম

কানাডা ও মেক্সিকোর ওপর নতুন করে রাজস্ব আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে যা কার্যকর হবে। তবে কিছু কিছু আমদানির ক্ষেত্রে কর ছাড় দেওয়া হতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এমন তথ্য দিয়েছে।

এতে বিশ্বে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য করারোপের পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন মেক্সিকো ও কানাডার নেতারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, শনিবার (১ ফেব্রয়ারি) থেকে দেশ দুটির ওপর ২৫% করারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেল আমদানি এই শুল্কারোপের খড়গ থেকে রেহাই পেতে পারে।

ট্রাম্প প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আগের পরিস্থিতিই বহাল থাকবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। খবরে বলা হয়েছে, করারোপের পরিকল্পনা শুক্রবারই (৩১ জানুয়ারি) পর্যালোচনা করবেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রতিনিধিদের তিনি বলেন, “তেল আমদানিকে এই করারোপ থেকে রেহাই দিতেও পারেন, না-ও দিতে পারেন। আজ রাতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ তারা আমাদের জন্য তেল আমদানি করেন। এখন দামের ওপর নির্ভর করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তবে করারোপের কারণে যে আমদানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে; তা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

ট্রাম্প আরও বলেন, “কারণ তাদের যে পণ্য আছে, তা আমাদের দরকার নেই। আমেরিকার যে পরিমাণ তেল দরকার, তা আমাদের আছে।”

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন জানিয়েছে, ২০২৩ সালে আমেরিকার অপরিশোধিত তেলের অর্ধেকেরও বেশি সরবরাহ করেছে কানাডা। আর বাকি ১১% এসেছে মেক্সিকো থেকে।

নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই প্রতিবেশী দেশ দুটির ওপর চড়া শুল্কারোপের হুমকি দেন ট্রাম্প। সীমান্তে অবৈধ অভিবাসী ও মাদক নিয়ন্ত্রণের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

এছাড়া সিন্থেটিক ওপিওয়েড ফেন্টানাইল সরবরাহ বন্ধে চাপ দিতে চীনা পণ্যেও ১০% করারোপের কথা ভাবছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

   

About

Popular Links

x