Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাসরুল্লাহ ও সাফিউদ্দিনের জানাজায় লাখো মানুষের ঢল

বৈরুতের দক্ষিণ উপশহর বুর্জ আল-বারাজনে নাসরুল্লাহকে এবং সাফিউদ্দিনকে দেইর কানুন আল-নাহরে দাফন করা হবে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

লেবাননের হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে সমবেত হয়েছেন অঞ্চলের লাখ লাখ শোকাহত মানুষ। গত বছর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর এই দুই শীর্ষ নেতাকে শহিদ করে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় (গ্রিনিচ মান সময় ৭ টায়) জানাজায় অংশ নিতে বিশ্বব্যাপী শোকাহতরা বৈরুত স্টেডিয়াম (ক্যামিলে চামুন স্পোর্টস সিটি স্টেডিয়াম) এবং দক্ষিণ বৈরুতের নিকটবর্তী রাস্তায় সমবেত হন।

হাসান নাসরুল্লাহ-হাশেম সাফিউদ্দিন

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ ইরান সরকারের প্রতিনিধিরা এবং বেসরকারি নাগরিকরা জানাজায় উপস্থিত হন।

বিশাল এই অনুষ্ঠানের অংশ হিসেবে বৈরুতের রাস্তাগুলো দুই শহিদের পাশাপাশি ইরানের প্রয়াত সন্ত্রাসবিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি দিয়ে সজ্জিত করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘‘আমরা প্রতিশ্রুতিতে অটল থাকব।”

রবিবার বৈরুতের দক্ষিণ উপশহর বুর্জ আল-বারাজনে নাসরুল্লাহকে দাফন করা হবে এবং সোমবার সাফিউদ্দিনকে তার নিজ শহর দেইর কানুন আল-নাহরে দাফন করা হবে।

   

About

Popular Links

x