Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক মার্কিন বন্দীকে মুক্তি দেবে হামাস, ইসরায়েলের সন্দেহ

এছাড়া আরও ৪ দ্বৈত নাগরিকের মৃতদেহ হস্তান্তর করতে মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে সংগঠনাটি

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:৫৪ এএম

ইসরায়েলের বংশোদ্ভুত এক মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীননতাকামী সংগঠন হামাস। এছাড়া আরও ৪ দ্বৈত নাগরিকের মৃতদেহ হস্তান্তর করতে মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে সংগঠনাটি। তবে শুক্রবার (১৪ মার্চ) হামাসের এই ঘোষণাটিকে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে কাতারে চলমান আলোচনাকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখছে ইসরায়েল। একইসঙ্গে হামাসের বিরুদ্ধে এই প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস এখনো নিশ্চিত করেনি সৈন্য এদান আলেকজান্ডারকে কখন মুক্তি দেবে এবং মৃতদেহ ৪টি কখন হস্তান্তর করবে- আর জিম্মি মুক্তি ও লাশ হস্তান্তরের বিনিময়ে তারা কী আশা করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের সময় ১৯ বছর বয়সি সৈনিক আলেকজান্ডারকে দক্ষিণ ইসরায়েলের গাজা সীমান্তে তার ঘাঁটি থেকে জিম্মি করা হয়। ওই অভিযানটির পর ইসরায়েল ও হামাসের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধের শুরু হয়।

তবে কোন মধ্যস্থতাকারী কী প্রস্তাব করেছে এবং হামাস কী নিয়ে আলোচনা করছে-তা তেমন স্পষ্ট নয়। মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার দিকনির্দেশনা দিচ্ছে এবং শুক্রবার রাত পর্যন্ত কেউই এই পরামর্শ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

রাষ্ট্রদূত স্টিভ উইটকফসহ মার্কিন কর্মকর্তারা শুক্রবার বলেছেন, তারা বুধবার যুদ্ধবিরতির মেয়াদ আরও কয়েক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করেছেন। কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, হামাস প্রকাশ্যে নমনীয়তা দাবি করছে। তবে এটি ব্যক্তিগতভাবে ‘‘সম্পূর্ণ অবাস্তব’’ দাবি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরায়েল ‘‘উইটকফের রূপরেখা গ্রহণ করেছে এবং নমনীয়তা দেখিয়েছে’’, কিন্তু হামাস তা করেনি।

জিম্মি পরিবারগুলোরে কাছে সরকারের পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ‘‘একই সময়ে, এটি কারসাজি এবং স্নায়ুযুদ্ধ অব্যাহত রেখেছে। আমেরিকান জিম্মিদের মুক্তি দিতে হামাসের ইচ্ছার প্রতিবেদনগুলো আলোচনাকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে।’’

   

About

Popular Links

x