শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজান মাস ২৯ দিনে শেষ হবে নাকি ৩০ দিনে শেষ হবে তা নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। এ অবস্থায় আগামী শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধানে দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওইদিন দেশটিতে ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন থাকবে।
সৌদি আরবের মতো আরব আমিরাতেও শনিবার চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সৌদির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, “কেউ যদি চাঁদ দেখে থাকেন, হোক খালি চোখে বা দূরবিক্ষণ যন্ত্রের মাধ্যমে, নিকটস্থ কোর্ট অথবা রেজিস্টারে অবহিত করুন।”
যদি শনিবার চাঁদ না দেখা যায় তাহলে এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ হবে এবং ৩১ মার্চ ঈদ-উল-ফিতর পালিত হবে। কিন্তু ২৯ মার্চ চাঁদ দেখা গেলে রবিবার উদযাপিত হবে খুশির ঈদ।