Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভূমিকম্পে থাইল্যান্ডে ধসে পড়লো নির্মাণাধীন ভবন, নিখোঁজ ৪৩ শ্রমিক

সরকারি কার্যালয় হিসেবে নির্মাণাধীন ভবনটি কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম

মিয়ানমারে উৎপত্তি হওয়া ৭.৭ মাত্রার ভূমিকম্পের প্রভাব ভয়াবহভাবে অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডে। এতে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়ে, যেখানে কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ চিকিৎসাকর্মীরা।

ব্যাংককের উত্তরে সরকারি কার্যালয় হিসেবে নির্মাণাধীন ভবনটি ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি সাগাইং শহর থেকে উত্তর-পশ্চিমে এবং এর মাত্রা ছিল ৭.৭। কয়েক মিনিট পর একই এলাকায় ৬.৪ তীব্রতার একটি আফটারশকও অনুভূত হয়।

ভূমিকম্পের সময় থাইল্যান্ডের চিয়াং মাই শহরে ৭৬ বছর বয়সী সাই নামে এক বাসিন্দা একটি দোকানে কাজ করছিলেন। তিনি বলেন, “আমি দ্রুত অন্য গ্রাহকদের সঙ্গে দোকান থেকে বেরিয়ে আসি। এটি আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, জরুরি বৈঠকের জন্য তিনি দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তার নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন।

   

About

Popular Links

x