ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনাস্থল থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক।
বৃহস্পতিবার (১২ জুন) আরও ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য জানান তিনি। এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে।
আহমেদাবাদের পুলিশ কমিশনারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনা স্থল থেকে ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি নিশ্চিতভাবে জানা যায়নি যে, এই ২০৪ জনের সবাই উড়োজাহাজটির যাত্রী ছিল, নাকি দুর্ঘটনাস্থলে কিছু মানুষ নিহত হয়েছেন।
জিএস মালিক বার্তা সংস্থা এএনআইকে বলেন, “একজন জীবিত ব্যক্তিকে পাওয়া গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তি ১১এ সিটে বসেছিলেন। আমরা এখনও মৃত্যুর চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করতে পারছি না, কারণ উদ্ধারকাজ এখনও চলমান।”
এর আগে, ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটের দিকে উড্ডয়ন করে।
আহমেদাবাদের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, পুলিশ ও দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে উড়োজাহাজের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই।