Monday, July 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাল্টা জবাবে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:১৮ পিএম

ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান। খবর বার্তা সংস্থা এএফপির।

শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে।

এর আগে আজ শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। হামলায় সালামিসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, ‘‘ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি।’’

ব্রিগেডিয়ার জেনারেল ডেফরিন আরও জানান, ইরানে ইসরায়েলি হামলায় ২০০টি যুদ্ধবিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভেতরে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

   

About

Popular Links

x