ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। এছাড়াও পৃথক হামলায় দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। তেহরানে আইআরজিসির সদর দপ্তরেও হামলা হয়েছে। তেহরানের পারমাণবিক স্থাপনা ও গুরুত্বর্পূর্ণ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন।
বাঘেরি ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হওয়া ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তাও তিনি।
শুক্রবার ভোরে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। পরে দেশটির আরও কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে।