Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

শুক্রাণু দান করা শতাধিক সন্তানকে সম্পদের সমান ভাগ দেবেন টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

তার আনুমানিক সম্পদের পরিমাণ ১৩ হাজার ৯০০ কোটি ডলার

আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৪১ পিএম

দান করা শুক্রাণু থেকে যেসব সন্তানের জন্ম হয়েছে সেসব সন্তানকেও নিজের সম্পত্তির সমান ভাগ দেবেন বলে জানিয়েছেন বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ।

রুশ বংশোদ্ভূত এই প্রযুক্তি উদ্যোক্তা জানিয়েছেন, নিজের ছয় সন্তানসহ দাতা হিসেবে দেওয়া তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া শতাধিক সন্তান তার সম্পত্তির সমান ভাগ পাবে।

গত বৃহস্পতিবার (১৯ জুন) ফ্রান্সের রাজনৈতিক সাময়িকী “লে পোঁয়া”–এ প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা জানান ৪০ বছর বয়সী দুরভ।

তিনি জানান, পৃথক তিন নারীর গর্ভে তার ঔরসে ছয় সন্তানের জন্ম। এই ছয় সন্তানের সঙ্গে দাতা হিসেবে দেওয়া তার শুক্রাণু থেকে যে সন্তানদের জন্ম হয়েছে, তাদের কোনো পার্থক্য করেন না তিনি।

পাভেল দুরভ বলেন, “তারা সবাই আমার সন্তান এবং তাদের সমান অধিকার আছে। আমি চাই না, আমার মৃত্যুর পর তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করুক।”

সম্প্রতি এ–সংক্রান্ত উইল লিখেছেন বলেও জানিয়েছেন তিনি।

 

গত বছর দুরভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ১৫ বছরের বেশি সময় ধরে তিনি শুক্রাণু দান করছেন। একজন চিকিৎসক তাকে জানিয়েছেন, এটা তার “নাগরিক দায়িত্ব”। কারণ, তার দান করা শুক্রাণু “উন্নত মানের”।

টেলিগ্রামের এ প্রধান নির্বাহী  বলেন, “এক বন্ধুকে সহায়তা করতে গিয়ে সেখানে ১৫ বছর আগে শুক্রাণু দান শুরু করেছিলাম আমি। এই প্রক্রিয়ায় ১২ দেশে শতাধিক শিশুর জন্ম হয়েছে বলে তারা (ক্লিনিক) জানিয়েছে।”

ব্লুমবার্গের তথ্য বলছে, দুরভের সম্পদের পরিমাণ আনুমানিক ১৩.৯ বিলিয়ন ডলার। তবে এই হিসাবকে “তাত্ত্বিক” বলে উড়িয়ে দিয়েছেন দুরভ।

লে পোঁয়াকে দেওয়া সাক্ষাৎকারে দুরভ বলেন, “যেহেতু টেলিগ্রাম বিক্রি করছি না, তাই এই হিসাব গুরুত্বপূর্ণ নয়। আমার ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ নেই। আমার নগদ অর্থসহ অস্থাবর সম্পদ অনেক কম। আর এসব সম্পদ টেলিগ্রাম থেকে নয়, এসেছে ২০১৩ সালে বিটকয়েনে বিনিয়োগ থেকে।”

তবে এত সহজে এই সম্পদ পাবে না তার সন্তানেরা। এ জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

দুরভ বলেন, “সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে ৩০ বছর পর্যন্ত আমার কোনো সন্তানই এই সম্পদ পাবে না। আমি চাই, ব্যাংক হিসাবের ওপর নির্ভরশীল না হয়ে তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করুক; নিজেরাই নিজেদের গড়ে তুলুক, আত্মবিশ্বাস অর্জন করুক এবং সৃজনশীল হোক।”

উল্লেখ্য, টেলিগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়ে গেছে। অর্থপাচার, মাদক বাণিজ্য, শিশু পর্নোগ্রাফি প্রচারে সহযোগিতার অভিযোগসহ নানা অভিযোগে গতবছর প্যারিসে গ্রেপ্তার হন দুরভ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে দুরভ বলেন, “অপরাধীরা আমাদের অ্যাপ ব্যবহার করে বলে আমাদের অপরাধী বলা যায় না। এটা অযৌক্তিক ও হাস্যকর।”

   

About

Popular Links

x