Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাতারে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে

আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:৩৫ পিএম

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (২৩ জুন) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওয়েবসাইটে প্রকাশিত পোস্টে নিরাপদ স্থানে আশ্রয়ের কারণ হিসেবে “ব্যাপক সতর্কতার” কথা উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যের বৃহত্তর অঞ্চলের ব্রিটিশ নাগরিকদের সরকারের ভ্রমণ নির্দেশিকা অনুসরণ করা উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি। তিনি বলেন, “কাতারে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার সুপারিশ করছে সরকার।”

দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের জনগণকে সতর্কতা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলাই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

   
Banner

About

Popular Links

x