Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

মার্কিন সতর্কবার্তার পর আকাশসীমা বন্ধ করল কাতার

কাতারে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:৫৭ পিএম

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দোহা বলছে, সাম্প্রতিক ঘটনাবলির আলোকে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা প্রতিশোধ নিতে পারে।

আকাশসীমা বন্ধ ঘোষণার পাশাপাশি কাতারের বেশ কিছু স্কুল আগামীকাল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস এক ইমেইল বার্তায় জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এই সতর্কতার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি মার্কিন দূতাবাস।

উল্লেখ্য, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রে ঘাঁটি ও সামরিক উপস্থিতি রয়েছে। কাতারে আল উদেইদ নামক বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয় বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

   
Banner

About

Popular Links

x