Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

বিজ্ঞানীরা বলছেন, এই সংখ্যা শিগগিরই পৃথিবীর কক্ষপথের সর্বোচ্চ সীমা স্পর্শ করবে

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে ১২,৯৫২টি স্যাটেলাইট বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। এর মধ্যে শুধুমাত্র স্টারলিংকেরই সক্রিয় স্যাটেলাইট সংখ্যা ৬ হাজারের বেশি।

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংখ্যা শিগগিরই পৃথিবীর কক্ষপথের সর্বোচ্চ সীমা স্পর্শ করবে। তবে এই সতর্কতা সত্ত্বেও মহাকাশে স্যাটেলাইট পাঠানো অব্যাহত রয়েছে।

শুধু চলতি বছরেই ১৪৫টি নতুন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।

সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো দেশের তালিকা

যুক্তরাষ্ট্র- মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটির মোট ৮,৫৩০টি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ঘুরছে। এর মধ্যে ৭,৪০০টির বেশি স্টারলিংক স্যাটেলাইট, যা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্সের মাধ্যমে পরিচালিত। এসব স্যাটেলাইট সারা বিশ্বে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে।

রাশিয়া- রাশিয়ার পাঠানো স্যাটেলাইটের সংখ্যা ১,৫৫৯টি।

চীন- তৃতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটির ৯০৬টি স্যাটেলাইট মহাকাশে রয়েছে।

যুক্তরাজ্য- চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্যের স্যাটেলাইট সংখ্যা ৭৬৩টি।

জাপান- পঞ্চম অবস্থানে জাপান, যার ২০৩টি স্যাটেলাইট কক্ষপথে ঘুরছে।

ফ্রান্স- ষষ্ঠ স্থানে ফ্রান্স, ১০০টির বেশি স্যাটেলাইট পাঠিয়েছে দেশটি।

ভারত- ভারতের রয়েছে ১৩৬টি স্যাটেলাইট।

জার্মানি- জার্মানির স্যাটেলাইট সংখ্যা ৮২টি।

ইতালি- নবম অবস্থানে থাকা ইতালির রয়েছে ৬৬টি স্যাটেলাইট।

কানাডা- দশম অবস্থানে রয়েছে কানাডা, দেশটির স্যাটেলাইট সংখ্যা ৬৪টি।

বিজ্ঞানীরা বলছেন, এভাবে স্যাটেলাইটের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথে স্পেস জাঙ্ক বা মহাকাশ আবর্জনার ঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে টেলিকমিউনিকেশন, নিরাপত্তা, আবহাওয়া পর্যবেক্ষণ এবং বৈশ্বিক ইন্টারনেট সুবিধা সম্প্রসারণে স্যাটেলাইট প্রযুক্তির বিকল্প নেই।

   
Banner

About

Popular Links

x