Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুন্সিগঞ্জে সন্ত্রাসবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র-গোলা উদ্ধার

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০:১৭ এএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় কোস্টগার্ডের সন্ত্রাসবিরোধী অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “গোয়েন্দা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কালিরচর গুয়াগাছা সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত একদল সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলত নৌ যান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ অন্যান্য অপকর্ম করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড ঢাকা জোন এবং গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। বোটটিতে অবস্থানরত সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নদীর পাড়ে ঠেকিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়।”  

তিনি আরও বলেন, “বর্তমানে জব্দকৃত অস্ত্র,ম্যাগাজিন, গোলা সমূহ এবং কাঠের বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত লাইটার, কোস্টার ও অন্যান্য নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্টগার্ড আওতাধীন এলাকা সমূহে ডাকাতি, চোরা চালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

এতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

   

About

Popular Links

x