Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

শিশু-কিশোরদের ‘শেখ রাসেল পুরস্কার’ দেবে সরকার, আবেদন আহ্বান

মোট ১০টি ক্যাটেগরিতে এ পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের জন্য রয়েছে স্বর্ণপদক, ল্যাপটপ এবং সনদপত্র

আপডেট : ২০ জুন ২০২২, ০৩:১০ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘‘শেখ রাসেল দিবস’’ হিসেবে ঘোষণা করেছে।

এরই পরিপ্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর, ২০২২ দেশব্যাপী ‘‘শেখ রাসেল দিবস’’ পালিত হবে। দিবসটি উপলক্ষে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ ও উদ্দীপনা যোগানোর পাশাপাশি স্বীকৃতি দিতে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘‘শেখ রাসেল পদক ২০২২’’ প্রদান করা হবে। 

এ পদকের জন্য ইতোমধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 

আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ জুলাই। জমা পড়া আবেদনপত্রগুলো যাচাই-বাছাই কমিটি, মূল্যায়ন কমিটি এবং কেন্দ্রীয় কমিটির চূড়ান্তভাবে মূল্যায়নের পর আগামী ১৮ অক্টোবর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। 

আবেদনের নিয়ম

www.sheikhrussel.gov.bd ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অস্পষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে তা বাতিল বলে গণ্য হবে। আবেদনের ক্ষেত্রে ‘‘শেখ রাসেল পদক নীতিমালা ২০২২’’ (খসড়া) অনুসরণ করতে হবে। এ নীতিমালাসহ বিস্তারিত সব তথ্য www.doict.gov.bd, www.ictd.gov.bd এবং www.sheikhrussel.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। 

মোট ১০টি ক্ষেত্রে শেখ রাসেল পদক দেওয়া হবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু-কিশোরদের ৮টি ক্যাটাগরিতে এবং শিশু কিশোরদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত এমন প্রতিষ্ঠানগুলোকে দুটি ক্যাটাগরিতে পদক দেওয়া হবে। 

পদকের ক্যাটাগরিগুলো নিম্নরূপ

১. শিক্ষা, ২. বিজ্ঞান ও প্রযুক্তি, ৩. ক্রীড়া, ৪. প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর, ৫. শিল্পকলা ও সংস্কৃতি, ৬. ক্ষুদে প্রোগ্রামার, ৭. ক্ষুদে উদ্ভাবক, ৮. ক্ষুদে লেখক, ৯. ডিজিটাল স্কুল (প্রতিষ্ঠানিক ক্যাটাগরি) ও ১০. ডিজিটাল এক্সিলেন্স (প্রতিষ্ঠানিক ক্যাটাগরি। 

পুরস্কার হিসেবে অনন্য পদক, সম্মাননা সনদ ও উন্নতমানের ল্যাপটপ দেওয়া হবে। পুরস্কার হিসেবে ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে পদক (২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ/১১.৬৬ গ্রাম ওজন), সম্মাননাপত্র ও উন্নতমানের ল্যাপটপ দেওয়া হবে। 

প্রতিষ্ঠানের ক্ষেত্রে পদক (২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ/ ১১.৬৬ গ্রাম ওজন),  সম্মাননাপত্র ও উন্নতমানের ল্যাপটপ দেওয়া হবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সরকারের আর্থিক বিধি-বিধান অনুসরণ করা হবে।

   

About

Popular Links

x