ভ্যাটিকানে বাংলাদেশি আসাফের একক আলোকচিত্র প্রদর্শনী
পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগ্লিও এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন
আসাফ উদ দৌলা সংগৃহীত
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ১০:১৫ পিএমআপডেট : ১০ মার্চ ২০২২, ০১:৪১ পিএম
৪০টি ছবির সমন্বয়ে “পরিবর্তনের জন্য আবেগ” শিরোনামে ভ্যাটিকান সিটিতে চলছে বাংলাদেশি আলোকচিত্রী আসাফ উদ দৌলার একক চিত্র প্রদর্শনী।
গত ৩১ অক্টোবর থেকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে প্রদর্শনীটি শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর এ প্রদর্শনী শেষ হবে।
ইতালিতে এটি আসাফের দ্বিতীয় চিত্র প্রদর্শনী। এর আগে “বিশ্বাসের আত্মা” শিরোনামে অরোরা ভিশন তার প্রথম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল।
পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগ্লিও এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আসাফের এই প্রদর্শনী আয়োজনের মূল উদ্যোক্তা চলচ্চিত্র নির্মাতা ও লেখক লিয়া বেল্ট্রামি।
আসাফ বর্তমানে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে কর্মরত। ২০১৪ সাল থেকে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ শুরু করেন।
২০১৮ সালে ২১তম রিলিজিয়ন টুডে চলচ্চিত্র উৎসবে তিনি সেরা আলোকচিত্রীর পুরস্কার লাভ করেন।
ভ্যাটিকানে বাংলাদেশি আসাফের একক আলোকচিত্র প্রদর্শনী
পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগ্লিও এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন
৪০টি ছবির সমন্বয়ে “পরিবর্তনের জন্য আবেগ” শিরোনামে ভ্যাটিকান সিটিতে চলছে বাংলাদেশি আলোকচিত্রী আসাফ উদ দৌলার একক চিত্র প্রদর্শনী।
গত ৩১ অক্টোবর থেকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে প্রদর্শনীটি শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর এ প্রদর্শনী শেষ হবে।
ইতালিতে এটি আসাফের দ্বিতীয় চিত্র প্রদর্শনী। এর আগে “বিশ্বাসের আত্মা” শিরোনামে অরোরা ভিশন তার প্রথম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল।
পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগ্লিও এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। আসাফের এই প্রদর্শনী আয়োজনের মূল উদ্যোক্তা চলচ্চিত্র নির্মাতা ও লেখক লিয়া বেল্ট্রামি।
আসাফ বর্তমানে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে কর্মরত। ২০১৪ সাল থেকে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ শুরু করেন।
২০১৮ সালে ২১তম রিলিজিয়ন টুডে চলচ্চিত্র উৎসবে তিনি সেরা আলোকচিত্রীর পুরস্কার লাভ করেন।
বিষয়: