আন্তজার্তিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে “টাইমড আউট” হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। ভারতে চলমান ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এমন আউট হন তিনি। পরবর্তীতে এ নিয়ে শুরু হয় সমালোচনা-আলোচনা। বিষয়টি ঘিরে “ক্রিকেট স্পিরিট” নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা তর্ক-বিতর্ক। এর মধ্যেই এই ঘটনা নিয়ে ভিন্ন রকম এক কাণ্ড ঘটালো দিল্লি পুলিশ।
বিষয়টি পুঁজি করে মোটরসাইকেল চালকদের প্রতি ভালো হেলমেট পরারর বার্তা পৌঁছে দিল দিল্লি পুলিশ। ভালো একটি হেলমেট ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে তারা ম্যাথুসের ভুল হেলমেট নিয়ে ক্রিজে আসার ছবিটি নিজেদের মতো কিছুটা এডিট করে ব্যবহার করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি পুলিশ সেই ছবিটি দিয়ে লিখেছে, “একটি ভালো হেলমেট আপনাকে টাইমড আউট হওয়া থেকে বাঁচাতে পারে।” অর্থাৎ, ভালোমানের হেলমেট পরে সড়ক দুর্ঘটনায় নিজের জীবন বাঁচানো সম্ভব, এমন বার্তাটিই দিতে চেয়েছে দিল্লি পুলিশ।
ওই ছবির ফেসবুক ক্যাপশনে পুলিশ লিখেছে, ‘‘দিল্লিবাসী! আমরা আশা করি এবার আপনারা ‘হেলমেট’ এর গুরুত্ব বুঝতে পেরেছেন।”