Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

টোল তো দিলেনই না উল্টো প্লাজায় ভাঙচুর করলেন বুলডোজার চালক

টোল চাইলে টোল কর্মীদের সঙ্গে বুলডোজার চালকের কথা কাটাকাটি হয়। বুলডোজার দিয়েই টোল প্লাজা ভাঙচুর শুরু করেন তিনি

আপডেট : ১১ জুন ২০২৪, ০৮:৩১ পিএম

বুলডোজার চালকের কাছে টোল চেয়েছিলেন টোল প্লাজার এক কর্মী। তবে টোল না দিয়ে উল্টো সেখানে ভাঙচুর চালিয়েছেন ওই চালক। ভারতের উত্তর প্রদেশের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে ভারতের উত্তর প্রদেশের হাপুরের পিলখুয়া কোতয়ালির ছিজরাসি টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

এতে অভিযুক্ত বুলডোজার চালককে আটক করেছে সেখানকার পুলিশ। বুলডোজারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তদন্তও শুরু করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযুক্ত বুলডোজার চালকের নাম ধিরাজ। তিনি পিলখুয়ার একটি ইটভাটার হয়ে কাজ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ বলেছে, টোল চাইলে টোল কর্মীদের সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টোল প্লাজায় বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করেন অভিযুক্ত। এসময় টোল প্লাজায় কর্মরতরা আতঙ্কিত হয়ে পড়েন।

হাপুরের পুলিশ সুপার (এসপি) অভিষেক ভার্মা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে আমরা এ ঘটনা জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে ওই চালককে গ্রেপ্তার করে পুলিশ। বুলডোজারটিও জব্দ করা হয়েছে।”

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি গাড়িতে আঘাত করে ওই বুলডোজার। পুলিশের ধারণা, বুলডোজার চালক মদ্যপ ছিলেন।

About

Popular Links