ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. কামরুল ইসলাম।
বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের “ভিভিআইপি” কেবিনে চিকিৎসাধীন।
কামরুল ইসলাম হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমানকে প্রধান করে ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে ডা. খলিলুর রহমান জানান, ভর্তির পরপরই প্রয়োজনীয় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে। তবে অবস্থার অবনতি ঘটার শঙ্কা থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় রেফার্ড করা হচ্ছে। ঢাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলমান।
অন্যদিকে, দুপুরে সাবেক এই মন্ত্রীকে দেখতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন হাসপাতালে গিয়েছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আসন্ন বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভায় বুধবার বেলা সাড়ে ১১টায় অংশ নেওয়ার কথা ছিল ঢাকা-২ আসনের এই সংসদ সদস্যের।