Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: হালুয়া-রুটির ভাগ-বাঁটোয়ারার জন্য ষড়যন্ত্র করছে বিএনপি

গত ১৫ বছরে বাজেটের অংক সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:৫৬ পিএম

দেশের উন্নয়ন-অগ্রগতি সহ্য হচ্ছে না, তাই বিএনপি নানান ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘‘ক্ষমতার হালুয়া-রুটির ভাগ-বাঁটোয়ারার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যারা বিএনপি গঠন করেছিলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী ২ বছর ও একাধারে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদসহ ২২ বছর (বর্তমান সরকারের মেয়াদসহ) ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের পক্ষে এখন আর সহ্য হচ্ছে না। এমনকি তারা সরকারের কোনো উন্নয়ন-অগ্রগতিও সহ্য করতে পারছে না। সে কারণে তারা এখন নানান ষড়যন্ত্রে লিপ্ত।’’

শুক্রবার (৭ জুন) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক ৬ দফা দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বৃহস্পতিবার সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা হয়েছে। গত ১৫ বছরে বাজেটের অংক সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার বৃদ্ধি পাওয়া মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তখন বুঝতে হবে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে যাচ্ছে। বিএনপি-জামায়াত বাজেট ঘোষণার আগেই বিবৃতি রেডি করে রাখে। গত ১৫বছরের তাদের বিবৃতি-বক্তব্য যদি দেখেন তখন হুবহু মিল খুঁজে পাবেন।’’

ঐতিহাসিক ৬ দফা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘‘পূর্ব বাংলার (বাংলাদেশ) মানুষের মধ্যে স্বাধীনতার পক্ষে মনন তৈরি করার জন্যই বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেছিলেন। ছয় দফার পক্ষে মানুষ ব্যাপক সাড়া দেয়। বঙ্গবন্ধু ছয় দফা নিয়ে সারাদেশ ঘুরে বেড়ান, যেখানেই বক্তব্য দেন সেখান থেকে গ্রেফতার করা হতো। উনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তিলাভ করেন। মুক্তি পাবার পর আইয়ুব খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন।’’

   

About

Popular Links

x