Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

জিএম কাদের: জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার

জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

জিএম কাদের বলেছেন, “জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে। রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার। আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সে হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের শিকার মনে হচ্ছে।”

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে- এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মাঝে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকার স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছে না। বর্তমান সরকার চেষ্টা করছে, তাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু তারা সফল হতে পারছে না। তাদের নির্দেশ ও পরিকল্পনা অনেক সময় কার্যকর হচ্ছে না, এটাই বাস্তবতা।”

জাতীয় পার্টি নরসিংদী জেলা শাখার ১১১ সদস্যের অনুমোদিত কমিটির সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুসহ কেন্দ্রীয় নেতারা।

   

About

Popular Links

x