Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না’

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবে ২৩ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জিএম কাদের বলেন, “অবৈধ পথে ইউরোপ যেতে আমাদের সন্তানরা প্রাণ হারাচ্ছে, এরচেয়ে কষ্টের সংবাদ আর হতে পারে না। স্বাধীনতার ৫৪ বছরেও মানবপাচার রোধ সম্ভব হয়নি। এমন দুঃখজনক ঘটনায় প্রমাণ হয়, দেশে কর্মসংস্থানের অভাব কতটা প্রকট। যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না।”

অবৈধ মানবপাচারকারীদের বিরুদ্ধে কালবিলম্ব না করে দৃষ্টান্তুমূলক শাস্তি দাবি করেছেন জিএম কাদের।

   

About

Popular Links

x