Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

জিএম কাদের: ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে

নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম

“অপারেশন ডেভিল হান্টে”র নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এ অভিযোগ করেন।

জিএম কাদের বলেছেন, “অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে। বিশেষ করে, জাতীয় পার্টির ওপর জুলুম ও নির্যাতন চালানো হচ্ছে। পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারও করা হচ্ছে, গ্রেপ্তারের পর জামিনও দেওয়া হচ্ছে না।”

বিবৃতিতে জাতীয় পার্টির সভা-সমাবেশ ও মিছিলের মতো রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, “জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এখন নতুন করে ‘ডেভিল হান্ট’ কর্মসূচির আওতায় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কয়েকজন নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে।”

বিবৃতিতে জি এম কাদের নির্যাতন, হামলা, মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

   

About

Popular Links

x