Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

জিএম কাদের: আ.লীগ-জাপাকে বাদ দিয়ে নির্বাচন হলে গ্রহণযোগ্য হবে না

তাকে গ্রেপ্তার করা হলে তীব্র আন্দোলন গড়ে উঠবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “জাতীয় পার্টি (জাপা) আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রাখা। আমাদের বাদ দিয়ে নির্বাচন করার অপচেষ্টা করা হলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন বলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না।

শনিবার (২২ মার্চ) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, “জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পাঁয়তারা চালানো হচ্ছে। যেখানেই আমাদের বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ করা হবে। যেকোনো ষড়যন্ত্র জীবন দিয়ে মোকাবিলা করবো।

তিনি বলেন, “আমাকে গ্রেপ্তার করা হবে বলে প্রচারণা চালানো হচ্ছে। ঢাকা থেকে শুভাকাঙ্ক্ষী বলেছেন রংপুরে অবস্থান করতে। রংপুরে থাকলে তারা আমাকে গ্রেপ্তার করার সাহস পাবে না। যেভাবে এরশাদকে গ্রেপ্তার করার পর রংপুর অঞ্চলে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল সেরকম আন্দোলন গড়ে উঠবে। তারপরও আমি গ্রেপ্তারের ভয় করি না। আমি জনগণের জন্য রাজনীতি করি। কোনো গ্রেপ্তার নির্যাতন করে আমাকে জনগণের চাওয়া-পাওয়ার আন্দোলন থেকে সরানো যাবে না।

এর আগে জিএম কাদের দলের ইফতার মাহফিলে যোগ দিতে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। ইফতার মাহফিলপূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রংপুর মহানগর জাপার সভাপতি সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

   

About

Popular Links

x