Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জের এ ঘটনায় আহত হয়ে দুই জামায়াত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম

দিনাজপুরের বীরগঞ্জের শিবরামপুরে রথের বাজার মসজিদের পাশে জামায়াতের ইফতার মাহফিলের আয়োজনে ওয়ার্ড বিএনপির সদস্যরা হামলা করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় দুইজন জামায়াত কর্মী আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।   

জামাত কর্মী আহত আনিসুর রহমান বলেন, “একটি মিলের চাতালে ইফতারের প্রস্তুতি চলাকালে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহবুল খাঁর ছোট ভাই বিএনপি নেতা আশাবুদ্দিন খাঁ বাধা দেন। জামায়াতের কর্মীরা তাদের কথায় কর্ণপাত না করে আয়োজন করতে থাকেন। এ সময় আমি বাজারে একটি চায়ের দোকানে ছেলেকে নিয়ে গেলে সেখানে আমার উপর হামলা চালায়। আমার মামাতো ভাই দেলোয়ার হোসেন এগিয়ে এলে তার উপরেও হামলা চালায়। আমি নিজে এক সময় বিএনপির সমর্থক ছিলাম। ৫ আগস্টের বিএনপির কর্মকাণ্ডের উপর ক্ষিপ্ত হয়ে জামাতের কর্মী হিসেবে কাজ শুরু করি।”

এর আগে, জামায়াতে ইসলাম ২৭ রমজানে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলের আয়োজন করে। সেময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোহবুল খাঁর ছোট ভাই আশাবুদ্দিন খাঁ ওই স্থানে ইফতার করতে দিবে না বলে হুমকি দেয়।

ওয়ার্ড জামাতের আমির আব্দুল্লাহ বলেন, “জামাত কর্মী আনিসুরের ওপর বাজারে হামলা চালানোর পর ইফতারের আয়োজন স্থল পার্শ্ববর্তী মিলের চাতালে গিয়ে হামলা চালিয়ে সাধারণ সম্পাদক আবু বক্করের মোটরসাইকেলটি ভেঙে দেওয়া হয়।”

ওয়ার্ড বিএনপির সভাপতি মোহবুল রহমান খাঁ বলেন, “আমি বাসায় ছিলাম। মারামারির ঘটনা শুনে বাজারে গেলে আনিসুর আমার উপর হামলা চালায়। এতে আমিও আহত হই। আনিসুর বিএনপির কর্মী ছিলেন। আমি বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুর সঙ্গে রাজনীতি করি।”

ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান বলেন, “ইফতার বানচালের ঘটনায় তীব্র নিন্দা জানাই। আহতদের প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করা হবে। হামলার পর স্থানীয়ভাবে ইফতার বন্ধ করার চিন্তা করা হয়। তবে উপজেলার নেতাদের নির্দেশে যথাসময়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে।”

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারী পক্ষ-প্রতিপক্ষরা সরে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x