Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

নুরুল হক নুর: এভাবে চলতে থাকলে কেয়ামত পর্যন্ত ঐক্যর সম্ভাবনা নেই

ঐকমত্যের বিষয়ে কিছু কিছু দল একবারে নিজেদের অবস্থানে অনড় বলেও মন্তব্য করেন তিনি

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:১৬ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেভাবে ঐকমত্যের বিষয়ে যেভাবে আলোচনা চলছে তাতে কেয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রবিবার (২২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার বিরতিতে এ মন্তব্য করেন নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, ‘‘অনেকগুলো বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসে একমত হচ্ছি আমরা। কিন্তু এখানে কিছু কিছু দল একবারে নিজেদের অবস্থানে অনড়। ২ থেকে ৩ টি দল তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, দল থেকে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে কেয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না।’’

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, “কোনোভাবেই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। এই জন্য আমরা বারবার বলেছি, কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে তাকে ঐকমত্য বলবেন কিংবা কতটি দল একমত থাকলে সেটাকে ঐক্য বলবেন- এটার একটা নির্দিষ্ট মাপকাঠির ঐকমত্য কমিশনকে নির্ধারণ করা দরকার। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি আপনারা এখানে রেফারির ভূমিকায় আছেন, সবার আলাপ-আলোচনা শুনে আপনাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। তবে সেদিন এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ও জাতীয় ঐকমত্য কমিশন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

   

About

Popular Links

x