Friday, July 11, 2025

সেকশন

English
Dhaka Tribune

নুর: উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’, তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়

ঐকমত্য কমিশনে বেশির ভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর বলেও মন্তব্য করেন তিনি

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম

বর্তমান উপদেষ্টা পরিষদের যে ‘‘ফিটনেস’’, তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় নুরুল হক এ কথা বলেন।

জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে নুর বলেন, ‘‘জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। আমরা শুরু থেকেই জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি। জাতীয় সরকার না হওয়ায় আজকে দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে যেভাবে পারছে, সেভাবে কাজ করছে। কোনো কোনো দল ভাবছে, তারা ক্ষমতায় চলে এসেছে। কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয়, এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত।’’

ঐকমত্য কমিশনে বেশির ভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর বলেও মন্তব্য করেন তিনি।

নুরুল হক আরও বলেন, ‘‘লন্ডনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলছেন তা দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ। সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপস করবে না। অনেকেই আবার জাতীয় পার্টিকে ফেরানোর কথা বলছে। আমরা স্পষ্ট বলছি, জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর। ১৪ দলের প্রশ্নে আমরা কোনো আপস করব না। এই প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকে ছাড় দেওয়া হবে না।’’

   
Banner

About

Popular Links

x