Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

মিলারের ব্যাটে নেদারল্যান্ডসকে হারাল দক্ষিণ আফ্রিকা

দুই ম্যাচে দুই জয় নিয়ে বাংলাদেশের গ্রুপ-সঙ্গী দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের অবস্থান এখন দুইয়ে।একটি করে জয়-হারে দুই পয়েন্ট নিয়ে তিনে নেদারল্যান্ডস

আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:১৯ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের “ডি” গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শনিবার (৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মারক্রাম।

ব্যাট করতে নেমে ১০৩ রানে গিয়ে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় প্রোটিয়ারা।

দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার রিজা হেনড্রিকসকে বোল্ড করে দেন লোগান ভ্যান বিক।

দুই ওভারে দুই উইকেট হারানোর পর তৃতীয় ওভারেও অব্যাহত থাকে সেই ধারা। ওভারের তৃতীয় বলে কিংমার বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ডাচ অধিনায়ক এডওয়ার্ডসের হাতে ক্যাচ হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।

পরের ওভারটি উইকেটবিহীন গেলেও পঞ্চম ওভারে ক্লাসেনকে ফেরান কিংমা। ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মারতে গিয়ে প্রিঙ্গলের তালুবন্দি হয়ে যান তিনি। ক্লাসেন সাজঘরে ফিরলে ১২ রানে চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

তবে চাপ সামলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ডেভিড মিলার। তার ৫১ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

ফলে দুই ম্যাচে দুই জয় নিয়ে “ডি” গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে। আর বাংলাদেশের অবস্থান এখন দুইয়ে। ২ ম্যাচে একটি করে জয়-হারে ২ পয়েন্ট নিয়ে তিনে নেদারল্যান্ডস।

   

About

Popular Links

x