বাংলাদেশ নামটা আর্জেন্টিনায় এখন বেশ পরিচিত। কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থনের কারণেই এটা হয়েছে। বাংলাদেশের নাম তখন বেশ ভালোভাবেই ওঠে আসে আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যমগুলোদে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির মুখেও শোনা গেছে বাংলাদেশের প্রশংসা।
বুধবার (২৬ মার্চ) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
স্ট্যাটাসে বলা হয়, “এই বিশেষ দিনে আমরা বাংলাদেশের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং শান্তি ও সমৃদ্ধির যাত্রাকে অভিবাদন জানায়। এটি জাতির স্থিতিস্থাপকতা ও শক্তিকে সম্মান জানানোর মুহূর্ত। ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়ন ও সম্প্রীতিতে আরও পরিপূর্ণ হোক- এই কামনা।”
উল্লেখ্য, আজ সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৪-১ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ খেলা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা।