Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল

সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে পারিবারিকভাবে তার চিকিৎসা চলমান থাকবে

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৬:২২ পিএম

এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসায় ফিরে গেছেন তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি দেখে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন শুধু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পালা।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে বনানীর ডিওএইচএসের বাসায় ফিরে যান তামিম। সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে পারিবারিকভাবে তার চিকিৎসা চলমান থাকবে।

এর আগে সংবাদ ব্রিফিংয়ে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ জানান, তামিম এখন অনেকটাই সুস্থ। তিনি বলেন, “তামিম ভালো আছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। সেখানেই এক-দু’দিন পর্যবেক্ষণে রাখা হবে। আশা করা যাচ্ছে ঈদের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন।” শেষ পর্যন্ত ঈদের আগেই বাসায় ফিরতে পারলেন বাঁহাতি ওপেনার।

গত সোমবার তামিম মাঠে গুরুতর অসুস্থ হন। তখন বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজেই চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। সেখানেই হার্টে রিং পরানো হয়েছে।

শঙ্কা কাটলেও পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরতে এখনও সময় লাগবে তামিমের। একদিন আগে তার চাচা আকরাম খান গণমাধ্যমকে বলেছিলেন, “আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও আছে।”

বাংলাদেশ ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্ত-সমর্থকরা। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও তাকে দীর্ঘমেয়াদে ফিটনেস ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে বলে মত চিকিৎসকদের।

   

About

Popular Links

x