পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। চলতি মাসের ২৬ তারিখ ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মে মাসের শেষ সপ্তাহ বা ২৬ মে থেকেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়াস-রদ্রিগোরা। এছাড়া ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) জানিয়েছে, মে মাসেই ব্রাজিলে আসছেন কার্লো আনচেলত্তি। যদিও তাদের বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ করা হয়নি।
এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।
ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে কিংবদন্তি আনচেলত্তি ২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষ হওয়ার পর আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আগে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেবেন। তার যোগদানের আনুষ্ঠানিক তারিখ আগামী ২৬ মে, ২০২৫।