এই মৌসুমে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ খেলেছে অ্যাস্টন ভিলা। টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে জিতেছে উনাই এমেরির দল। ম্যাচ শেষে ভেজা চোখে ভক্তদের অভিবাদন জানান অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এসময় তার সঙ্গে স্ত্রী-সন্তানও ছিল। যে সময় অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে জায়গা করে নেওয়া স্বপ্ন দেখছে সেখানে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কান্নাভেজা চোখ অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে।
অ্যাস্টন ভিলার গোলবারে মার্টিনেজ ভালো করলেও কিছু খারাপ ম্যাচও গেছে তার। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে চোখে লাগার মতো ভুল করে বসেন তিনি।
এরপরই মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছাড়ার গুঞ্জন শুরু হয়। তার বিদায়ী অভিবাদন ওই গুঞ্জনে জোর হাওয়া দিয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘‘টিওয়াইসি স্পোর্টস’’ এর প্রতিবেদন অনুযায়ী, উনাই এমেরির অ্যাস্টন ভিলা ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে মার্টিনেজের। যদিও এক বছর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। তবে নিজের অবস্থান থেকে সরে আসতে পারেন আর্সেনালের সাবেক এই গোলরক্ষক। এমিকে কেন্দ্র করে আসা প্রস্তাব নিয়ে নাকি বার্মিংহামের ক্লাব অ্যাস্টন ভিলাও বেশ আগ্রহী।
তবে মার্টিনেজ ২০২৬ বিশ্বকাপ লক্ষ্য ধরে ইউরোপে থেকে যেতে চান। যে কারণে সৌদি লিগের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন। অ্যাস্টন ভিলার সঙ্গে তার ২০২৯ মৌসুম পর্যন্ত চুক্তি আছে। তার বর্তমান বাজারদর ২৫ মিলিয়ন ইউরো।
অ্যাস্টন ভিলা এমি মার্টিনেজকে ছেড়ে এস্পানিওয়ের ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক জোয়াও গার্সিয়াকে দলে নেওয়ার চেষ্টা করছে। তার বাজারদর ২০ মিলিয়ন ইউরো। তবে আগামী জুনে স্পেন জাতীয় দলে ডাক পেলে দাম বেড়ে ২৫ মিলিয়ন ইউরো হয়ে যাবে।
এছাড়া রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুনিনের চোখ রাখছেন অ্যাস্টন ভিল্লা কোচ উনাই এমেরি। লুনিন রিয়ালের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক। ইউক্রেন জাতীয় দলের এই গোলরক্ষক শুরুর একাদশে নিয়মিত খেলার সুযোগ খুঁজছেন। অ্যাস্টন ভিলা তাকে ওই সুযোগ দিয়ে ভিল্লা পার্কে নিতে পারে।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘‘দ্য টেলিগ্রাফ’’ ও ‘‘মেইল স্পোর্টস’’-এর তথ্যমতে, এমি মার্টিনেজের বিকল্প খোঁজা শুরু করেছে অ্যাস্টন ভিলা। তারা নতুন করে স্কোয়াড সাজাতে চায়। সবমিলিয়ে দলে অন্তত তিনটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। এস্পানিওলের স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ভিলা। যেখানে তার রিলিজ ক্লজ হবে ২৫ মিলিয়ন ইউরো।