Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

গুগল মেসেজেস অ্যাপে আসছে ‘স্ক্যাম ডিটেকশন’ প্রযুক্তি

সন্দেহজনক বার্তা শনাক্ত করে ব্যবহারকারীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করবে এই এআই প্রযুক্তি

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম

প্রতারণামূলক বার্তা শনাক্তে গুগল মেসেজেস অ্যাপে “স্ক্যাম ডিটেকশন” প্রযুক্তি নিয়ে আসছে গুগল। সন্দেহজনক বার্তা শনাক্ত করে ব্যবহারকারীকে তাৎক্ষণিকভাবে সতর্ক করবে এই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি।

মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, “স্ক্যাম ডিটেকশন” প্রযুক্তির ফলে প্রতারকদের পাঠানো বার্তা সহজে শনাক্ত করতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

গুগলের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, স্মার্টফোনে কোনো বার্তা এলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করবে স্ক্যাম ডিটেকশন। এরপর সন্দেহজনক বার্তার বিষয়ে ব্যবহারকারীকে তাৎক্ষণিক সতর্ক করবে।

এই বিষয়ে গুগল মেসেজেসের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক আলবার্তো পাস্তোর নিয়েতো বলেন, “আমরা উন্নত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করেছি, যা কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সন্দেহজনক বার্তাগুলো শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক সতর্ক করবে।”

গুগলের তথ্যমতে, এই সুবিধাটি মূলত কন্ট্যাক্ট তালিকার বাইরে থাকা নম্বর থেকে পাঠানো সন্দেহজনক বার্তা শনাক্ত করবে। সুবিধাটি ফোনে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা গেলেও ব্যবহারকারীরা চাইলে স্প্যাম সুরক্ষা সেটিংস থেকে বন্ধ করতে পারবেন।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ইংরেজি ভাষায় বার্তা আদান–প্রদান করা ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

   

About

Popular Links

x