আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসেরও বেশি সময় ধরে আটকে আছেন দুইজন মার্কিন নভোচারী। মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ওই দুই নভোচারীর নাম সুনি উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় তারা পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ক্রু-১০ গত শুক্রবার ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে রওনা দেয়। এটি সেখানে নতুন মহাকাশচারীদের নেওয়ার পাশাপাশি সুনিতা ও বাচ মোর-কে ফিরিয়ে আনবে।
তবে এ দুজন পৃথিবীতে ফিরে আসার পর বেশ কিছু ঝামেলায় পড়তে পারেন। তারা বেশ লম্বা সময় ঠিকমতো হাঁটাচলা করতে পারবেন না হয়ত।
জানা গেছে, দুই নভোচারীর পায়ের পাতা অনেক নরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেটি “বেবি ফিট” বা “শিশুর পা” নামে পরিচিত। যখন নভোচারীরা দীর্ঘদিন মহাকাশে থাকেন তখন তাদের পা হাঁটার অনুপযোগী হয়ে পড়ে।
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনি এবং বুচ। ৮ দিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে নভোযানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে, তাতে সুনি প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনি, বুচ।