Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

অবৈধ স্যাটেলাইট পে চ্যানেল বন্ধের নির্দেশ বিটিআরসির

বিটিআরসি দেশের সব আইএসপি লাইসেন্সধারীদের এই নির্দেশনার কথা জানিয়ে চিঠি দিয়েছে

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম

কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদন ছাড়া স্যাটেলাইট পে চ্যানেল বিজ্ঞাপনসহ (ক্লিন ফিডবিহীন) দেখাচ্ছে। এসব চ্যানেল বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (১৯ মার্চ) বিটিআরসি দেশের সব আইএসপি লাইসেন্সধারীদের এই নির্দেশনার কথা জানিয়ে চিঠি দিয়েছে।

বিটিআরসি লিখেছে, কিছু আইএসপি অনুমোদন ছাড়া প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের পরিবেশকদের পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসা-বাড়িতে বিজ্ঞাপনসহ ইন্টারনেট সংযোগে প্রদর্শন করছে। এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে একই কার্যক্রম পরিচালনা করছে। এতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

অবৈধ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিজ্ঞাপনসহ স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন করা টেলিযোগাযোগ আইনের লঙ্ঘন বলে জানিয়েছে বিটিআরসি। এসব বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

   

About

Popular Links

x